শিরোনাম
◈ ১৫৬ উপজেলায় ভোট আজ ◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন: মির্জা ফখরুল ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি : [২] শুক্রবার ৫ জুন বেলা ১২ টার দিকে শাকপালা বাস ষ্ট্যন্ডের পাশে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

[৩] বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ ওরফে মিষ্টার (৪৮) শাজাহানপুর উপজেলার শাকাপালা এলাকার আরফান আলীর ছেলে। এ ঘটনায় দলীয় নেতাকমীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

[৪] শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে করেন।

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ ওরফে মিষ্টার জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ির কাছেই শাকপালা মসজিদের দিকে যাওয়ার পথে তাাকে একা পেয়ে পিছন থেকে এসে তার উপর উপর্যপুরী হামলা করে দুর্বৃত্তরা। কিছু বুঝে উঠার আগেই প্রকাশ্যে রাম দা দিয়ে মাথায় ও শরীরে কুপিয়ে নির্মমভাবে জখম করে। তার আত্ম চিৎকারে আশেপাশের লোক দৌড়ে কাছে এলে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
প্রতিবেশী ও স্বজনদের ধারনা রাজনীতি বা ব্যবসায়িক পুর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে কে বা কার এ ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি।

[৬] শাজাহানপুর থানার ও সি আজিম উদ্দিন বলেন, ময়না তদন্তের জন্য নিহত নেতাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া হত্যার কারন উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়