শিরোনাম
◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো 

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারিবারিক ভ্রমণের জন্য চাটার্ড বিমান পাওয়া যাবে ৩ থেকে ৫ লাখ টাকায়

লাইজুল ইসলাম : [২] বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, নতুন এই ডোমেস্টিক চার্টার্ড যাত্রীদের জন্য করা হয়েছে। অনেকে পরিবার নিয়ে ভিড়ের মধ্যে যেতে চাইছেন না। তাই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৩] তাহেরা খন্দকার বলেন, মাত্র তিন থেকে পাঁচ লাখ টাকায় প্লেন ভাড়া করে (চার্টার্ড) বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের যেকোনো বিমানবন্দরে যাওয়া যাবে। আর এই সুযোগ দিচ্ছে সরকারি এয়ারলাইন্স বিমান বাংলাদেশ।

[৪] তিনি জানান, পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্লেন ভাড়া দিচ্ছে। দূরত্ব অনুযায়ী সর্বোনিম্ন ৩ লাখ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকায় বিমান ভাড়া করা যাবে। এই খরচে কেবলমাত্র ৫ ঘণ্টা প্লেনটি ভাড়া পাওয়া যাবে। অতিরিক্ত ঘণ্টা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। যাওয়া ও আসার জন্য বিমান ভাড়া দেয়া হবে।

[৫] চার্টার্ড অফার ভাড়া কিংবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর- ০১৭৭৭৭১৫৫০৪ এবং ০১৭৭৭৭১৫৫১৩।

[৬] তাহেরা খন্দকার বলেন, ড্যাশ-৮ বিমান দিয়ে ফ্লাইট চালানো হবে। স্বাস্থ্যবিধি মেনে এই বিমানে ফ্লাইট পরিচালনা করলে সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বসতে পারবে। শুধু মাত্র পরিবারের সদস্য ও অতিঘনিষ্ট জনদের নিয়ে ভ্রমন করা যাবে চাটার্ড বিমানে।

[৭] বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচল করছে। অর্থাৎ যে কেউ ফ্লাইট ভাড়া নিয়ে এই রুটে আসা যাওয়া করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়