শিরোনাম
◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু ◈ 'হাইব্রিড নো ভোটের' মানে কী? ◈ জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিতে খসড়া প্রস্তুত

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারিবারিক ভ্রমণের জন্য চাটার্ড বিমান পাওয়া যাবে ৩ থেকে ৫ লাখ টাকায়

লাইজুল ইসলাম : [২] বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, নতুন এই ডোমেস্টিক চার্টার্ড যাত্রীদের জন্য করা হয়েছে। অনেকে পরিবার নিয়ে ভিড়ের মধ্যে যেতে চাইছেন না। তাই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৩] তাহেরা খন্দকার বলেন, মাত্র তিন থেকে পাঁচ লাখ টাকায় প্লেন ভাড়া করে (চার্টার্ড) বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের যেকোনো বিমানবন্দরে যাওয়া যাবে। আর এই সুযোগ দিচ্ছে সরকারি এয়ারলাইন্স বিমান বাংলাদেশ।

[৪] তিনি জানান, পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্লেন ভাড়া দিচ্ছে। দূরত্ব অনুযায়ী সর্বোনিম্ন ৩ লাখ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকায় বিমান ভাড়া করা যাবে। এই খরচে কেবলমাত্র ৫ ঘণ্টা প্লেনটি ভাড়া পাওয়া যাবে। অতিরিক্ত ঘণ্টা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। যাওয়া ও আসার জন্য বিমান ভাড়া দেয়া হবে।

[৫] চার্টার্ড অফার ভাড়া কিংবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর- ০১৭৭৭৭১৫৫০৪ এবং ০১৭৭৭৭১৫৫১৩।

[৬] তাহেরা খন্দকার বলেন, ড্যাশ-৮ বিমান দিয়ে ফ্লাইট চালানো হবে। স্বাস্থ্যবিধি মেনে এই বিমানে ফ্লাইট পরিচালনা করলে সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বসতে পারবে। শুধু মাত্র পরিবারের সদস্য ও অতিঘনিষ্ট জনদের নিয়ে ভ্রমন করা যাবে চাটার্ড বিমানে।

[৭] বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচল করছে। অর্থাৎ যে কেউ ফ্লাইট ভাড়া নিয়ে এই রুটে আসা যাওয়া করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়