শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর খিলক্ষেতের বনরূপা আবাসিক এলাকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার এক তরুণী

মাসুদ আলম: [২] বুধবার আসামিদের দুইদিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই মিজানুর রহমান। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ৩০ মে আসামি মো. তুহিন (২৪) ও মো. সজিব শেখকে (২২) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

[৩] এসআই মিজানুর রহমান বলেন, ২৮ মে বিকেলে ধর্ষণের শিকার ওই তরুণীসহ আরো কয়েকজন বনরূপা আবাসিক এলাকায় ঘুরতে যান। সেখানে ছন ক্ষেতে বসে গল্প করছিলেন তারা। এক পর্যায়ে কয়েকজন দুষ্কৃতিকারী তাদেরকে মিথ্যা কথা বলে পাশের একটি বাউন্ডারি করা নির্জন প্লটে নিয়ে যায়। তাদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর দুষ্কৃতিকারীদের একজন ভুক্তভূগী ওই তরুণীকে ধর্ষণ করেন। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রæত সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পরের দিন ভুক্তভূগী তরুণীর ভাই খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতে খিলক্ষেত থানার বটতলা ফকির বাড়ি এলাকা থেকে প্রথমে তুহিনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য মতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি সজিব শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি মুঠো ফোন উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়