আসিফুজ্জামান পৃথিল: [২] মিনিয়াপোলিশে পুলিশি নির্যাতনে হত্যার শিকার এই কৃষ্ণাঙ্গের ময়নাতদন্তে এ কথা জানানো হয়েছে। মৃত্যুর কয়েক সপ্তাহ আগের পরীক্ষাতেই তিনি পজেটিভ প্রমাণিত হন। এনবিসি, এবিসি।
[৩] বুধবার ২০ পৃষ্টার ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে হেনিপেন কাউন্টি মেডিকেল অফিস। তার লাশের আরএনএ পরীক্ষায় এই রোগের অস্তিত্ব ধরা পরে।
[৪] তবে সেন্টার ফর ডিজিসেস কন্ট্রোল বলছে, পজিটিভ আরএনএর অর্থ এই নয়, সে ব্যক্তি সক্রামক। এটিও পরিস্কার নয়, আগেই ফ্লয়েডের লক্ষণ ছিলো নাকি তিনি অ্যাসিম্পটমেটিক ছিলেন।
[৪] আগেই জানানো হয়েছিলো ফ্লয়েডের মৃত্যু হোমিসাইড বা হত্যাকাণ্ড। তবে করোনার কারণে তার মৃত্যু ত্বরান্বিত হয়েছে কিনা এটি নিশ্চিত নয়। তবে তিনি হৃদরোগের ওষুধ গ্রহণ করতেন। এটির কারণে তার দ্রুত শ্বাসরোধ হয়ে থাকতে পারে।
[৫] গত ২৫ মে ডেরেক চৌভনের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য তাকে আটক করে। এক পর্যায়ে তার পিঠে হাটু দিয়ে ৮ মিনিট ৪৬ সেকেন্ড বসে ছিলেন চৌভিন। ঘটনাস্থলেই মারা যান ফ্লয়েড। সম্পাদনা: ইকবাল খান