শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ, ১১জন রিজার্ভ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার পর থেমে থাকা ক্রিকেটের নতুন শুরুও হতে যাচ্ছে জন্মভূমি ইংল্যান্ডে। ক্যারিবীয়দের বিরুদ্ধে তিন টেস্টের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

[৩] আজ ওই তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকগণ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য মোট ২৫ জন ক্রিকেটার আছেন। যার মধ্যে ১৪ সদস্যের স্কোয়াডের সঙ্গে আছে ১১ জন রিজার্ভ ক্রিকেটার।

[৪] ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ড্যারেন ব্রাভো, শিমরন হেটমেয়ার ও কিমো পল ইংল্যান্ড সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। সেকারণে তাদের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে ২৫ সদস্যের দলে রাখা হয়নি তাদের। ফলে দলে দুই নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান রুমাহ বোনার ও ফাস্ট বোলার চেমার হোল্ডার।

[৫] আগামী ৯ জুন ইংল্যান্ডে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ওল্ড ট্র্যাফোর্ডে কোয়ারেন্টাইন পিরিয়ড সেসে ট্রেনিং করবে তারা। সেখানে ৩ সপ্তাহ থেকে এজেস বোলে প্রথম ম্যাচ খেলতে যাবে ক্যারিবীয়রা। ভেন্যু দুটিতে বায়ো সিকিউর পরিবেশ নিশ্চিত করবে ইসিবি। কন্টিঞ্জেন্সি ও ট্রেনিং ভেন্যু হিসাবে ব্যবহৃত হবে এজবাস্টন।

[৬] ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, রুমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, শামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাখিম কর্নওয়াল, শেন ডরউইচ (উইকেটরক্ষক), চেমার হোল্ডার, শাই হোপ, আলঝারি জোসেফ, রেমন রেইফার ও কেমার রোচ।

[৭] রিজার্ভ ক্রিকেটার : সুনীল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কিওন হার্ডিং, কাইল মায়ের্স, প্রিস্টন ম্যাকসুইন, মারকুইনো মিন্ডলে, শেন মোসলে, অ্যান্ডারসন ফিলিপ, ওশানে থমাস ও জোমেল ওয়ারিকান।

[৮] আগামী ৮ জুলাই এজেস বোলে শুরু হবে প্রথম টেস্ট। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ২য় টেস্ট মাঠে গড়াবে ১৬ জুলাই। একই মাঠে সিরিজের শেষ ও তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়