শাহনাজ বেগম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার জানিয়েছে, বিশ্ব জুড়ে করোনায় গত ২৪ ঘন্টায় ১ লাখ ১৩ হাজার ১৯৮ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট ৬৪ লাখ ৫২ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন তারমধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। ইয়ন
[৩] এছাড়াও বিশ^ স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, এই সময়ে বিশে^ ভাইরাসজনিত কারণে মারা গেছেন ৪ হাজার ২৪২ জন।
[৪] করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ১৮ লাখ ৮১ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৬৯ জন। ওয়ার্ল্ডোমিটার
[৫] ইউরোপে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮২ হাজারের বেশি এবং আক্রান্তের সংখ্যা ২.১ মিলিয়ন।
[৬]ইতোমধ্যে আফ্রিকার দেশগুলোয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ১২১ জন এবং মারা গেছেন ২৭ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ ই মার্চ করোনাকে মহামারী হিসাবে ঘোষণা করে।