শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হংকংয়ের ৩০ লাখ অধিবাসীকে ভিসা-ফ্রি সুবিধা দেয়া হবে: বরিস জনসন

লিহান লিমা: [২] ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের এই ঘোষণায় ফলে হংকংয়ের অধিবাসীকে ব্রিটেনে ১২ মাস ভিসা-ফ্রি সুবিধা নিয়ে যেতে পারবেন। যা তাদের ব্রিটিশ নাগরিকত্ব ও পাসপোর্ট পাওয়ার সুযোগ করে দেবে। আল জাজিরা

[৩]চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মনিং পোস্টকে দেয়া এক মন্তব্যে বরিস জনসন আরো বলেন, ‘যদি চীন হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে তবে ব্রিটিশ সরকার নিজেদের অভিবাসন নীতি পরিবর্তন করবে। জনসন লেখেন, হংকংয়ের ৩ লাখ ৫০ হাজার অধিবাসী ব্রিটিশ ন্যাশনাল (ওভারসিস) পাসপোর্ট পাবে, যা তাদের ব্রিটেনে ভিসা-ফ্রি গমন সুবিধ করে দেবে। আরো ২৫ লাখ অধিবাসী পরবর্তী ধাপের জন্য আবেদন করতে পারবেন। ডেইলি মেইল

[৪]বরিস জানান, ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে প্রত্যাপর্ণ করার সময় যৌথ ঘোষণায় ‘এক দেশ, দুই নীতি’ বজায় রাখার কথা ছিলো। হংকংয়ের ওপর নিরাপত্তা আইন প্রণয়ন ব্রিটেনের সঙ্গে স্বাক্ষরিত যৌথ ঘোষণার পরিপন্থী।

[৫]গত মাসে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস পার্লামেন্টে আইন পাশ করে হংকংয়ের ওপর নিরাপত্তা আইন আরোপের পথ পরিষ্কার করে। এই আইনের ফলে হংকংয়ে রাষ্ট্রদ্রোহ, বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ ও বৈদেশিক হস্তক্ষেপ প্রতিরোধ করা যাবে। এবং এর ফলে প্রথমবারের মতো চীন হংকংয়ের ভূমিতে নিরাপত্তা এজেন্সির অফিস চালু করতে পারবে। হংকংয়ের অধিবাসী ও গণতন্ত্রপন্থীরা বলছেন, এই আইনের দিয়ে তাদের মতামতকে রুদ্ধ করে দেয়া হয়েছে।

[৬]মঙ্গলবার ব্রিটেন সতর্ক করে বলেছে, নতুন নিরাপত্তা আইন আরোপ করলে হংকং ব্যবসা, বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রস্থল হিসেবে বিশ্বের তার বিশেষ মর্যাদা হারাবে। এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, তারা হংকংয়ের বিশেষ মর্যাদা রদ করতে যাচ্ছে কারণ নতুন নিরাপত্তা আইনের ফলে হংকংয়ের আর স্বায়ত্ত্বশাসন নেই। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়