শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হংকংয়ের ৩০ লাখ অধিবাসীকে ভিসা-ফ্রি সুবিধা দেয়া হবে: বরিস জনসন

লিহান লিমা: [২] ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের এই ঘোষণায় ফলে হংকংয়ের অধিবাসীকে ব্রিটেনে ১২ মাস ভিসা-ফ্রি সুবিধা নিয়ে যেতে পারবেন। যা তাদের ব্রিটিশ নাগরিকত্ব ও পাসপোর্ট পাওয়ার সুযোগ করে দেবে। আল জাজিরা

[৩]চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মনিং পোস্টকে দেয়া এক মন্তব্যে বরিস জনসন আরো বলেন, ‘যদি চীন হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে তবে ব্রিটিশ সরকার নিজেদের অভিবাসন নীতি পরিবর্তন করবে। জনসন লেখেন, হংকংয়ের ৩ লাখ ৫০ হাজার অধিবাসী ব্রিটিশ ন্যাশনাল (ওভারসিস) পাসপোর্ট পাবে, যা তাদের ব্রিটেনে ভিসা-ফ্রি গমন সুবিধ করে দেবে। আরো ২৫ লাখ অধিবাসী পরবর্তী ধাপের জন্য আবেদন করতে পারবেন। ডেইলি মেইল

[৪]বরিস জানান, ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে প্রত্যাপর্ণ করার সময় যৌথ ঘোষণায় ‘এক দেশ, দুই নীতি’ বজায় রাখার কথা ছিলো। হংকংয়ের ওপর নিরাপত্তা আইন প্রণয়ন ব্রিটেনের সঙ্গে স্বাক্ষরিত যৌথ ঘোষণার পরিপন্থী।

[৫]গত মাসে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস পার্লামেন্টে আইন পাশ করে হংকংয়ের ওপর নিরাপত্তা আইন আরোপের পথ পরিষ্কার করে। এই আইনের ফলে হংকংয়ে রাষ্ট্রদ্রোহ, বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ ও বৈদেশিক হস্তক্ষেপ প্রতিরোধ করা যাবে। এবং এর ফলে প্রথমবারের মতো চীন হংকংয়ের ভূমিতে নিরাপত্তা এজেন্সির অফিস চালু করতে পারবে। হংকংয়ের অধিবাসী ও গণতন্ত্রপন্থীরা বলছেন, এই আইনের দিয়ে তাদের মতামতকে রুদ্ধ করে দেয়া হয়েছে।

[৬]মঙ্গলবার ব্রিটেন সতর্ক করে বলেছে, নতুন নিরাপত্তা আইন আরোপ করলে হংকং ব্যবসা, বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রস্থল হিসেবে বিশ্বের তার বিশেষ মর্যাদা হারাবে। এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, তারা হংকংয়ের বিশেষ মর্যাদা রদ করতে যাচ্ছে কারণ নতুন নিরাপত্তা আইনের ফলে হংকংয়ের আর স্বায়ত্ত্বশাসন নেই। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়