আসাদুজ্জামান বাবুল,গোপালগঞ্জ: [২] স্বাস্থ্য বিধি নীতিমালা মেনে সম্পুর্ন্ন সুস্থ হয়ে ঘরে ফিরলেন করোনায় আক্রান্ত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুপ্রিয়া।
[৩] পেশাগত দায়িত্ব পালন কালে গত ১১ মে কোভিড ১৯ এ আক্রান্ত হন সুপ্রিয়া । স্বাস্থ্য বিধি নীতিমালা মেনে টানা ২০ দিন চিকিৎসা শেষে ৩১ মে রোববার সুস্থ্য হয়ে তিনি বাসায় ফিরেন তিনি।
[৪] চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়ার পর বাসায় যাওয়ার আগে হাসপাতালের সহকারী পরিচালক "ডাঃ অসিত কুমার মল্লিক" তাকে ফুল ও ফল উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
[৫] এ সময়ে ডাঃ অসিত কুমার মল্লিক সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন কেউ যেনো করোনায় মৃত্যু বরন না করেন।করোনায় আক্রান্ত সকলে যেন সুপ্রিয়ার মত সুস্থ্য হয়ে বাসায় ফিরতে পারেন।
[৬] তিনি আরো বলেন,"সুপ্রিয়া এখন জাতীয় সম্পদ কারন তার প্লাজমা ব্যবহার করে অনেক মুমূর্ষু করোনা রোগীকে সুস্থ্য করে তোলা সম্ভব। সম্পাদনা : জেরিন আহমেদ