শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু, সুস্থ ৩

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] কিশোরগঞ্জ জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে রুদ্রমূর্তি ধারণ করেছে এই ভাইরাসটি। সর্বশেষ রোববার (৩১ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা যাওয়া এক ব্যক্তির নমুনায় কোভিড-১৯ পজেটিভ এসেছে।

[৩] গত মঙ্গলবার (২৬ মে) জেলায় সংগৃহীত মোট ১৪১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল।

[৪] নতুন করোনা শনাক্ত হওয়া এই ৩০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪জন, হোসেনপুর উপজেলার ৪জন, তাড়াইল উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ১৫ জন ও বাজিতপুর উপজেলার ৬ জন রয়েছেন।

[৫] শনিবার (৩০ মে) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩২৩ জন। রোববার (৩১ মে) নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে।

[৬] এদিকে নতুন করে জেলায় ৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৯৫ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জন।

[৭] বর্তমানে জেলায় মোট ১৪৯ জন করোনা রোগী এবং ৫ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে অন্য জেলায় শনাক্তকৃত ৪ জন করোনা পজেটিভ রয়েছেন।

[৮] রোববার (৩১ মে) রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৯] কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জনের মধ্যে বৃহস্পতিবার (২৮ মে) বিকালে মারা যাওয়া লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের তারা মিয়া (৪৫) এর কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। মারা যাওয়ার আগে করোনাভাইরাস সন্দেহে নারায়ণগঞ্জ থেকে আসা তারা মিয়ার নমুনা গত বুধবার (২৬ মে) করেছিল স্বাস্থ্য বিভাগ।

[১০] উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৪১ জন, হোসেনপুর উপজেলার ১৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২৫ জন, তাড়াইল উপজেলায় ৩৭ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৬ জন, কটিয়াদী উপজেলায় ১৯ জন, কুলিয়ারচর উপজেলায় ১২ জন, ভৈরব উপজেলায় ১১৭ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২৮ জন, ইটনা উপজেলায় ১২ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন মৃত ব্যক্তি রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়