মোঃ রেজাউল করিম:[২] রবিবার সকালে উপজেলার কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে মোঃ রিয়াজ (৪২) নামক এক স্বেচ্ছাসেবক দলের নেতা বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়।
[৩] সে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।
[৪] এলাকাবাসী জানায় রোববার সকাল ১০টার দিকে রিয়াজ তার বাড়ির পাশে নিজস্ব পুকুরে বড়শী দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বড়শীর ছিপটি টানদিলে পুকুরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে বড়শীটি আটকে যায়। এ সময় সে ভেজা ছিপের সাহায্যে বিদ্যুতের তার থেকে বড়শিটি ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সম্পাদনা: জেরিন আহমেদ