শিরোনাম
◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে সেদিন গলা শুকিয়েছিলো ইমরান খানের

আক্তারুজ্জামান : [২] সাঈদ আনোয়ার, শাহিদ আফ্রিদি, ইনজামাম উল হক, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনুস, সাকলায়েন মুশতাক- নামগুলোর দিকে তাকালেই যে বাংলাদেশ দল ঘাবড়ে যাওয়ার কথা সেই দলই কিনা হারালো তারকায় ঠাসা পাকিস্তানকে! তাও বিশ্বকাপের মতো আসরে! বিশ্বাস করতে একটু কষ্ট হওয়ারই কথা।

[৩] তবুও এমনটাই হয়েছিলো ১৯৯৯ সালের ৩১ মে তথা আজকের দিনে। দিন গুনতে গুনতে সেটা ২১ বছর হয়ে গেলো। আকরাম খান, নাঈমুর রহমান, মিনহাজুল আবেদীন, আমিনুল ইসলাম, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিকদের মতো আনকোরা তারকারা ক্রিকেট বিশ্বকে বাংলাদেশ চিনিয়েছে আজকের এই দিনে।

[৪]  সেই ম্যাচে টেলিভিশনে কমেন্টারি করছিলেন আজকের পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। সংগতকারনেই গলা শুকিয়ে আসছিলো তার কমেন্ট করার সময়। বিশ্ব ক্রিকেটে জায়ান্ট পাকিস্তান দল তার চোখের সামনেই হারছে অনভিজ্ঞ বাংলাদেশের কাছে। অথচ এই পাকিস্তান তার অধিনায়কত্বে, তার হাত ধরেই জিতেছিলো '৯২র বিশ্বকাপ।

[৫] ইংল্যান্ডের নর্দাম্পটনে টসে হেরে প্রথমে ব্যাটিং করা আমিনুল ইসলাম বুলবুলের দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছিল ২২৩ রান। জবাবে ৪৪.৩ ওভারে মাত্র ১৬১ রানে গুঁড়িয়ে যায় ওয়াসিম আকরামের পাকিস্তান। দশ ওভার বোলিং করে ৩১ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দিতে বড় অবদান রাখেন খালেদ মাহমুদ সুজন। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়