শাহীন খন্দকার : [২] জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদ সিএমএইচ দুই সপ্তাহ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। শনিবার বাসায় ফিরে রওশন এরশাদ প্রতিবেদকের মুঠোফোনে জানালেন, তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন।
[৩] এই রাজনীতিবিধ অ্যালার্জির কারণে এবং পায়ের গোরালিতে ফোসকা উঠেছিল। তাই তিনি দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন। এছাড়া অন্য কোনো সমস্যা নেই তার।
[৪] সামান্য শ্বাসকষ্ট ও বাম পায়ের গোরালিতে অ্যালার্জি জনিত ইনফেকশন নিয়ে গত ১৬ মে সিএমএইচে ভর্তি হয়েছিলিন তিনি। তাই এবার রোজার ঈদ তার হাসপাতালেই কেটেছে। সিএমএইচে তার করোনা পরীক্ষাও করা হয়। ১৮ মে করোনার টেস্টের ফলাফল নেগেটিভ আসে।