শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে ডাবল ডেকার ঔব্জ, স্বাস্থ্য বিধি মানছে না কেও

পটুয়াখালী প্রতিনিধি : [২] সরকারি ঘোষণার পর প্রায় দুই মাস পর পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে যাত্রীবাহি ডাবল ডেকার লঞ্চ। যাত্রীদের আনাগোনায় আজ কর্ম চঞ্চল হয়ে উঠেছে পটুয়াখালী নদী বন্দর এলাকা।

[৩] বিআইডব্লিউটিএ সুত্র জানায়, শনিবার পটুয়াখালী ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি ডাবল ডেকার লঞ্চ ছেড়ে গেছে। লঞ্চগুলো হলো সুন্দরবন ১৪,এআরখান ও রাসেল ৪। পটুয়াখালী নদী বন্দর ছাড়া গলাচিপা থেকে একটি,রাঙ্গাবালী থেকে একটি,ধুলিয়া থেকে একটি ডাবল ডেকার লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় এসব লঞ্চে স্বাস্থ্য বিধি মানছে না কেউ। সুন্দরবন ১৪ লঞ্চের সুপার ভাইজার আবদুর রাজ্জাক জানান,ডেকে তাদের লঞ্চের পক্ষ থেকে সাদা কালার দিয়ে দাগ দিয়ে দেয়া হয়েছে। প্রতি দাগের মধ্যে একজন যাত্রী যাবে। এছাড়া ডেকের কোন যাত্রী যাতে কেবিন ব্লকে না যায় তার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

[৪] পটুয়াখালী বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান,প্রতিটি ঘাট থেকে আজ ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে এবং ঢাকা থেকেও পটুয়াখালীর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে এসেছে। অভ্যন্তরীণ সকল রুটে সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। যাত্রীরা যাতে স্বাস্থ্য বিধি মেনে চলে তার জন্য সকল রকম পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়