শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে ডাবল ডেকার ঔব্জ, স্বাস্থ্য বিধি মানছে না কেও

পটুয়াখালী প্রতিনিধি : [২] সরকারি ঘোষণার পর প্রায় দুই মাস পর পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে যাত্রীবাহি ডাবল ডেকার লঞ্চ। যাত্রীদের আনাগোনায় আজ কর্ম চঞ্চল হয়ে উঠেছে পটুয়াখালী নদী বন্দর এলাকা।

[৩] বিআইডব্লিউটিএ সুত্র জানায়, শনিবার পটুয়াখালী ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি ডাবল ডেকার লঞ্চ ছেড়ে গেছে। লঞ্চগুলো হলো সুন্দরবন ১৪,এআরখান ও রাসেল ৪। পটুয়াখালী নদী বন্দর ছাড়া গলাচিপা থেকে একটি,রাঙ্গাবালী থেকে একটি,ধুলিয়া থেকে একটি ডাবল ডেকার লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় এসব লঞ্চে স্বাস্থ্য বিধি মানছে না কেউ। সুন্দরবন ১৪ লঞ্চের সুপার ভাইজার আবদুর রাজ্জাক জানান,ডেকে তাদের লঞ্চের পক্ষ থেকে সাদা কালার দিয়ে দাগ দিয়ে দেয়া হয়েছে। প্রতি দাগের মধ্যে একজন যাত্রী যাবে। এছাড়া ডেকের কোন যাত্রী যাতে কেবিন ব্লকে না যায় তার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

[৪] পটুয়াখালী বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান,প্রতিটি ঘাট থেকে আজ ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে এবং ঢাকা থেকেও পটুয়াখালীর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে এসেছে। অভ্যন্তরীণ সকল রুটে সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। যাত্রীরা যাতে স্বাস্থ্য বিধি মেনে চলে তার জন্য সকল রকম পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়