স্পোর্টস ডেস্ক : [২] অ্যান্ড্রয়েড অ্যাপ টিকটকে ভিডিও করার জন্য জোর করেই চলেছেন ডেভিড ওয়ার্নার। ফাঁস করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিজেই জানিয়েছেন এ কথা। খবর : আনন্দবাজার।
[৩] ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কোহলির কথায় উঠে ওসেছে ওয়ার্নারের নাম। কোহলি মজা করে বলেন যে, টিকটক ভিডিও করার জন্য তাকে অতিষ্ঠ করে তুলেছেন ওয়ার্নার। কিন্তু তিনি এখনও কোনও উত্তর দেননি।
[৪] চ্যাট চলাকালীন অশ্বিন জানান ওয়ার্নারের কমেন্ট করার কথা। তখন বিরাট কোহালি বলে ওঠেন, ও তো শুধু টিকটক ভিডিও বানাতেই ব্যস্ত। সঙ্গে সঙ্গে হেসে ওঠেন দু’জনে। অশ্বিন বলেন, এটা বেশ মজার। একেবারে অবিশ্বাস্য।
[৫] কোহালি যোগ করেন, ও তো একেবারে আমার পিছনে পড়ে রয়েছে। আমাকেও টিকটক ভিডিও করতে বলছে। এখনও জবাব দিইনি, তবে দেব।
[৬] ওয়ার্নার বারবার কোহলিকে টিকটকে ভিডিও করতে বলছেন। ওয়ার্নার নিজেও টিকটকে ভিডিও করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি অক্ষয় কুমারের একটি গানের নাচে নিজে নেজেছেন ওয়ার্নি। সেখানে ইমোজি কমেন্ট করেছিলেন কোহলি। আর রিপ্লে দিয়ে ওয়ার্নার বলেছেন, কোহলি তুমি এসো আমরা ডুয়েট করবো।