শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেসএক্স-এর রকেটে ঐতিহাসিক মহাকাশযাত্রা শুরু করলেন নাসার দুই মহাকাশচারী

আসিফুজ্জামান পৃথিল : [২] এর আগে কোনও বেসরকারী কোম্পানির রকেটে মহাকাশ অভিযান পরিচালনা করেনি নাসা। ২০১১ সালের পর প্রথমবার যুক্তরাষ্ট্রের মাটি থেকে মহাকাশে মানুষ পাঠানোর ঘটনা ঘটলো। নিজেদের নভোযান না থাকায় মধ্যবর্তী সময়ে কাজাখাস্তান থেকে অভিযাত্রী পাঠাতো সংস্থাটি। সিএনএন, স্পেসএক্স, সিএনবিসি

[৩] এই মিশনটির নাম দেয়া হয়েছে ডেমো-২। এটিকে মনে করা হচ্ছে উদ্যোক্তা এলন মাস্কের তৈরি কোম্পানিটির এ যাবতকালের সবচেয়ে বড় মাইলফলক।

[৪] বাংলাদেশ সময় শনিবার রাত ১টা ২৫ মিনিটে মহাকাশের পথে রওয়ানা দেয় ফ্যালকন-৯ রকেটটি। অল্প কিছুক্ষণের মধ্যেই বায়ুমণ্ডল ভেদ করেন দুই মহাকাশচারী ডহ হারলে এবং বব বেনকেন। কিছুক্ষণের মধ্যেই রকেট বুস্টারের প্রথম খণ্ড বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই মহাকাশচারীর ক্যাপসুল অরবিটাল ভেলোসিটি অর্জন করে।

[৫] উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে মহাকাশচারীরা মিশন কন্ট্রোলকে বলেন, ‘এই অসাধারণ উদ্যোগ হতে পারাটা অনেক বড় সম্মান। আমরা কক্ষপথ থেকে আপনাদের সঙ্গে কথা বলবো।’

[৬] ২০১১ সাল পর্যন্ত কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস শাটলের মাধ্যমে মহাকাশে এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনে মানুষ পাঠাতো নাসা। কিন্তু এগুলোকে অবসরে পাঠানোয় তাদের নিজস্ব কোনও বিকল্প ছিলো না। এবার একটি বেসরকারী কোম্পানির ক্যাপসুল এবং রকেট ব্যবহার করে আবারও মহাকাশে মানুষ গেলো যুক্তরাষ্ট্রের মাটি থেকে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়