রাশিদ রিয়াজ : [২] গত পহেলা থেকে ২৪ মে পর্যন্ত রাশিয়ায় বাইসাইকেল বিক্রি বেড়েছে ৬০ গুণ। রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিস বলছে খেলাধূলা ও ব্যায়ামের যন্ত্রের দামও বেশ বেড়েছে। আরটি
[৩] অস্থায়ীভাবে ফিটনেস ক্লাব বন্ধ থাকায় বাইক, স্কুটার ও রোলার স্কেট ভাড়ার চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে।
[৪] স্কেটবোর্ড বিক্রি ১০ গুণ, রোলার স্কেটস ৮ গুণ, স্কুটারস সাড়ে ৬ গুণ বিক্রি বেড়েছে।
[৫] বাইসাইকেলের বেল ও যন্ত্রাংশ বৃদ্ধি পেয়েছে ৯ গুণ।
[৬] ঝাঁপ দেয়ার দড়ির দাম বেড়েছে ১০ গুণ, টেনিস ও ব্যাডমিন্টন র্যাকেট ও পিংপং বল ৭ গুণ ও ফুটবলের দাম বেড়েছে ৫ গুণ। রেডিও নিয়ন্ত্রিত খেলনা, হেলিকপ্টার, ট্যাংক, কার, নৌকার দামও বেড়েছে ৫ গুণ।
[৭] গত বছর খেলাধূলার সামগ্রী বিক্রেতা ওয়াইল্ডবেরিস কোম্পানির আয় করে ৩ বিলিয়ন ডলার। রাশিয়া ছাড়াও পোল্যান্ড, স্লোভাকিয়া , বেলারুশ, কাজাখাস্তান, কিরঘিস্তান ও আর্মেনিয়াতে ভাল ব্যবসা করে কোম্পানিটি।