শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে অস্ত্র ও কার্তুজসহ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : [২]কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

[৩]আটক শফি আলম(৩০)হ্নীলা ইউপি মোছনী রেজিস্ট্রার্ড ২৬নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বল্ক-২, বাসিন্দা মৃত জকির আহম্মেদের ছেলে।শুক্রবার রাতে উপজেলার হ্নীলা ইউপি ১৪নম্বর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

[৪]কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন,হ্নীলা ইউপি ১৪নম্বর ব্রীজ সংলগ্ন টেকসই বন ও জীবিকা প্রকল্প নার্সারী সামনে সড়কের উপর অস্ত্র ব্যবসায়ীরা বেচাকেনার উদ্দেশ্য অবস্থান করছে।

[৫] এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গিতে গোজা অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান,দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।

[৬]তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে, অবৈধ অস্ত্র টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছে।উদ্ধার অস্ত্রসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়