মহসীন কবির : [২] করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৪ হাজার ৭শ' ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, চীনে করোনায় প্রাণহানি ৪ হাজার ৬শ' ৩৪ জন।
[৩] ওয়ার্ল্ডওমিটারের তালিকা বলছে এই মুহূর্তে বিশ্বে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যার দিক থেকে নবম স্থানে রয়েছে ভারত। চীনের স্থান পঞ্চদশতম।
[৪] এদিকে যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১৭ লাখ ৭৫ হাজারের বেশি। ব্রাজিলে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত প্রায় ৪ লাখ ৩৮ হাজার। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে ২৪ হাজারের বেশি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
[৫] মেক্সিকোতে ৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। মোট আক্রান্ত ৮১ হাজারের বেশি। স্পেন, ইতালি ও ফ্রান্সে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। করোনায় বিশ্বে প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লাখের বেশি। সাড়ে ৫৯ লাখের বেশি আক্রান্ত। তবে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখের বেশি মানুষ।