শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ান জুনিয়র অনলাইন দাবার বাছাইয়ে সেরা বাংলাদেশের ফাহাদ

সালেহ্ বিপ্লব : [২] শিরোপা জয়ের অদম্য মনোবল নিয়েই শুরু করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান।  বৃহস্পতিবার শুরু হওয়া আসরে ফাহাদের সঙ্গে চূড়ান্ত পর্বে পৌঁছে গেছেন তাহসিন তাজওয়ার জিয়া ও বালিকা বিভাগে নওশিন আঞ্জুম।

[৩]  করোনাভাইরাসের কারণে বিশ্ব দাবা সংস্থা ফিদে এবার জুনিয়র চ্য্যাম্পিয়নশিপের  আয়োজন করেছে অনলাইনে । এশিয়ান জোন-৩.২-এর বাছাই পর্বে ‍বালক ও বালিকা বিভাগে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপের ১৫ জন করে দাবাড়ু অংশ নিচ্ছেন। খেলা হচ্ছে  র‌্যাপিড দাবা নিয়মে। ভারত না থাকায় এবার আসরের শুরুতেই বাংলাদেশীরা দাবাড়ুরা শক্ত হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন।

[৪] বালক বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও তাহসিন দুজনই সাত খেলায় পেয়েছেন ৬ পয়েন্ট করে। চতুর্থ রাউন্ডে তাহসিন আন্তর্জাতিক মাস্টার ফাহাদের বিপক্ষে জয়ী হলেও টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে ফাহাদ প্রথম এবং তাহসিন দ্বিতীয় হন। শ্রীলঙ্কার ফিদে মাস্টার জিএমএইচ তিলকরত্নে হন তৃতীয়। এছাড়া বাংলাদেশের আরেক দাবাড়ু স্বর্নাভ চৌধুরী সাড়ে ৩ পয়েন্ট নিয়ে হয়েছেন অষ্টম।

[৫] বালিকা বিভাগে নওশিন আঞ্জুম সাড়ে ৫ পয়েন্ট পেয়ে বাছাই পর্বে রানার-আপ হয়েছেন। শ্রীলঙ্কার মহিলা ক্যান্ডিডেট মাস্টার জয়াভিরা সাযুনি জিহানসা ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং সাড়ে ৫ পয়েন্ট পেয়ে লঙ্কার আরেক দাবাড়– দাহামপ্রিয়া এইচ, কে, টি, দেবনেথমাই হন তৃতীয়। বাংলাদেশের ওয়ালিজা আহমেদ ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ওয়ারসিয়া খুশবু সাড়ে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে বাছাই পর্ব থেকে বাদ পড়েন।

[৬] আগামী ৩ জুন হবে বালিকা বিভাগের চূড়ান্ত পর্ব। পরের দিন হবে বালক বিভাগের লড়াই।

[৭] বাছাই পর্বে সেরা তাহসিন তাজওয়ার জিয়া দেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়