সালেহ্ বিপ্লব : [২] শিরোপা জয়ের অদম্য মনোবল নিয়েই শুরু করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। বৃহস্পতিবার শুরু হওয়া আসরে ফাহাদের সঙ্গে চূড়ান্ত পর্বে পৌঁছে গেছেন তাহসিন তাজওয়ার জিয়া ও বালিকা বিভাগে নওশিন আঞ্জুম।
[৩] করোনাভাইরাসের কারণে বিশ্ব দাবা সংস্থা ফিদে এবার জুনিয়র চ্য্যাম্পিয়নশিপের আয়োজন করেছে অনলাইনে । এশিয়ান জোন-৩.২-এর বাছাই পর্বে বালক ও বালিকা বিভাগে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপের ১৫ জন করে দাবাড়ু অংশ নিচ্ছেন। খেলা হচ্ছে র্যাপিড দাবা নিয়মে। ভারত না থাকায় এবার আসরের শুরুতেই বাংলাদেশীরা দাবাড়ুরা শক্ত হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন।
[৪] বালক বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও তাহসিন দুজনই সাত খেলায় পেয়েছেন ৬ পয়েন্ট করে। চতুর্থ রাউন্ডে তাহসিন আন্তর্জাতিক মাস্টার ফাহাদের বিপক্ষে জয়ী হলেও টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে ফাহাদ প্রথম এবং তাহসিন দ্বিতীয় হন। শ্রীলঙ্কার ফিদে মাস্টার জিএমএইচ তিলকরত্নে হন তৃতীয়। এছাড়া বাংলাদেশের আরেক দাবাড়ু স্বর্নাভ চৌধুরী সাড়ে ৩ পয়েন্ট নিয়ে হয়েছেন অষ্টম।
[৫] বালিকা বিভাগে নওশিন আঞ্জুম সাড়ে ৫ পয়েন্ট পেয়ে বাছাই পর্বে রানার-আপ হয়েছেন। শ্রীলঙ্কার মহিলা ক্যান্ডিডেট মাস্টার জয়াভিরা সাযুনি জিহানসা ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং সাড়ে ৫ পয়েন্ট পেয়ে লঙ্কার আরেক দাবাড়– দাহামপ্রিয়া এইচ, কে, টি, দেবনেথমাই হন তৃতীয়। বাংলাদেশের ওয়ালিজা আহমেদ ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ওয়ারসিয়া খুশবু সাড়ে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে বাছাই পর্ব থেকে বাদ পড়েন।
[৬] আগামী ৩ জুন হবে বালিকা বিভাগের চূড়ান্ত পর্ব। পরের দিন হবে বালক বিভাগের লড়াই।
[৭] বাছাই পর্বে সেরা তাহসিন তাজওয়ার জিয়া দেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে।