প্রিয়াংকা : [২] কোভিড-১৯ এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজ খাত। লক ডাউনের পর থেকে বিশ্বব্যাপি একের পর বন্ধ হয়ে যায় যাতায়াত। ফলে অর্থনৈতিকভাবে ধস নেমে আসে।
[৩] এরই প্রেক্ষিতে এবার মার্কিন সর্ববৃহৎ উড়োজাজাজ নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং এ সিদ্ধান্ত নেয়। বাদ পরা কর্মীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের। এর আগে এপ্রিলেই তারা ১০ শতাংশ কর্মী ছাটাইয়ের বিষয়টি জানিয়েছিল।
[৪] গত কয়েক মাসে চলমান মহামারীর ফলে কমে এসেছে উড়োজাহাজের চাহিদা। ফলে ব্যয় সংকোচন করতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। সামনের দিনগুলোতে তারা আরও কয়েক হাজার কর্মী বাদ দিবে বলেও জানানো হয়েছে।
[৫] বোয়িং জানিয়েছে, গতমাসে শতাধিক উড়োজাহাজের অর্ডার বাতিল হয়েছে। সারা পৃথিবীতে বোয়িংয়ের মোট কর্মী রছেয়ে ১ লাখ ৬০ হাজার। সূত্র : চ্যানেল আই, বিবিসি