শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ টেকসই করা হবে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে সেনাবাহিনী কাজ শুরু করবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি : [২] পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক বলেছেন, করোনা পরিস্থিতির কারনে বেঁড়িবাঁধ প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে গেছে। ৯শ’ কোটি টাকার ২টি ও ১২শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতিদ্রুত সেগুলোর কাজ শুরু হবে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ টেকসই করা হবে। আগামী দুই-তিন দিনের মধ্যে সেনাবাহিনীকে কাজ শুরু করবে।

[৩] তিনি আরো বলেন, ১৯৬০ থেকে ৮০ সালে নির্মান করা এসব বেঁড়িবাধ মেরামত করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারনে গত ১০ বছর ধরে যেভাবে নদীর বেঁড়িবাঁধ ভাঙ্গছে, এর আগে কিন্তু এটা হতোনা। বর্ষা মৌসুমে যাতে আর বেঁড়িবাধ না ভাঙ্গে সেভাবে প্রকল্প হাতে নেয়া হয়েছে।

[৪] প্রতিমন্ত্রী দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় কলবাড়ি লঞ্চ পল্টুনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

[৫] তিনি আরো বলেন, ভাঙনকবলিত জায়গায় বেড়িবাঁধ সংস্কারের জন্য মাটি পাওয়া যাচ্ছেনা।

[৬] এ সময় তার সাথে সফর সঙ্গি ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রফিক উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেনসহ সেনাবাহিনীর কয়েকজন উর্ধতন কর্মকর্তা। এরপর মন্ত্রী আশাশুনি উপজেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

[৭] এর আগে সকাল ১০টায় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা এলাকায় মন্ত্রী ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ইছামতি নদীর বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়