মিনহাজুল আবেদীন : [২] বুধবার ডিবিসি টিভির টকশোতে বি এফ ইউজের সাবেক সভাপতি বলেন, ‘আমরা স্বাভাবিক পরিস্থিতিতে আর ফিরে যেতে পারবো না। এ যুদ্ধে জেতার জন্য এখন থেকেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
[৩] তিনি বলেন, সবাইকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তা না হলে পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে গেলে তা আর নিয়ন্ত্রণ করা যাবে না।
[৪] একই অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের টেস্টের সুযোগ করে দিতে হবে। তাদের সব ধরনের সেবা নিশ্চিত করতে হবে।
[৫] তিনি বলেন, জনগণের কথা চিন্তা করে সরকারকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে। ঔষুধ প্রশাসনকে সব প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব