আক্তারুজ্জামান : [২] বিশ্ব ফুটবলে আলো ছড়াতে শুরু করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। দূর পরবাসে থেকেও বাংলাদেশের ঘ্রাণ ভুলতে পারেন না ঝাকড়া চুলের অধিকারী এ ফুটবলার। এখনো বাংলাদেশের ঈদ মিস করেন হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারেও শুনিয়েছেন আশার গল্প। খবর : প্রথম আলো।
[৩] হামজার জন্ম ইংল্যান্ডে। তবে বাঙালি পরিবারে জন্ম হওয়ার সুবাদে বাংলার আলো-বাতাস সঙ্গী করে বড় হয়েছেন। বাংলাদেশে আসা হয়েছে প্রায় ২০ বার। করোনাকালে থমকে গিয়েছে বিশ্ব। ইংল্যান্ডের অবস্থা তো খুবই ভয়াবহ। এর মধ্যেই চলছে অনুশীলন ও জীবনযাপন।
[৪] ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার সিটির জার্সিতে চলতি মৌসুমে একাদশে নিয়মিত দেখা গেছে তাকে। এর আগে ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ। এখন অপেক্ষায় আছেন ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর।
[৫] বাংলাদেশের জার্সিতে আপনাকে খেলতে দেখা যাবে কিনা ? উত্তরে হামজা বলেন, আমি আগে ইংল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন দেখি। আরও দুই বছর চেষ্টা করব ইংল্যান্ড জাতীয় দলে জায়গা করে নেয়ার। এরপরে পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ভাবব।
[৬] তবে খেলা না খেলা পরের বিষয়, এর আগে এ বছর বাংলাদেশ ঘুরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা ধাক্কায় সেটা আর হয়ে ওঠেনি। তবে আগামী বছর আসতে পারেন বলে জানিয়েছেন হামজা। এখন দেখার অপেক্ষা এই বাংলার মাটি ওই হামজার ছোঁয়া পায় কি না।