শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরবঙ্গে করোনায় হটস্পট এখন বগুড়া, অবাধ বিচরণ নিয়ন্ত্রন করার পরামর্শ সচেতন নাগরিকদের

আবদুল ওহাব বগুড়া প্রতিনিধিঃ [২] মহামারি করোনা দুর্যোগে দেশের উত্তরবঙ্গে বগুড়া এখন হটস্পটে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জেলায় অবাধে আসা-যাওয়া, চলাচলে মাস্ক ব্যবহারে বাধ্য না করা, বিনা কারনে জনসমাগমে বিচরণ সহ ইত্যদী কারনে এই পরিস্থিতর সৃষ্টি হয়েছে বলে মনে করছেন জেলার সুশীল সমাজের লোকজন। বিধায় স্বাস্থ্য বিধি মানতে বাধ্য করতে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ জানেিয়ছেন সচেতন নাগরিকগন।

[৩] জেলায় একদিনেই রেকর্ড ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১২ নারী, দুই শিশু, শহরের মাছের পাইকারি আড়ত চাষি বাজারের ১২ জন ব্যবসায়ী ও কর্মচারী রয়েছেন। করোনার সংক্রমণ শুরুর পর একদিনে করোনা শনাক্ত হওয়ার দিক থেকে এটা সর্বোচ্চ রেকর্ড। শনাক্তের হার মোট নমুনার ৩০ শতাংশেরও বেশি। এ নিয়ে জেলায় ২৪০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

[৪] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাাফিজুর রহমান বুধবার রাতে নতুন করে ৫০ জন করোনায় আক্রান্তের তথ্য জানানোর পর জেলার সাধারন জনগনের মাঝে আতংক বিরাজ করছে। সিভিল সার্জন জানিয়েছেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৬৬টি, জয়পুরহাট জেলার ৪৮টি, সিরাজগঞ্জ জেলার ৬৫টি ও গাইবান্ধা জেলা থেকে আসা তিনটি নমুনা পরীক্ষা করা হয়। আর বগুড়ার ১৬৬টি নমুনার মধ্যে ৫০টি পজিটিভ এসেছে। জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার একটি করে নমুনা পজিটিভ এসেছে। এ ক্ষেত্রে দেখোযায় করোনায় বগুড়াই উত্তরবঙ্গের হটস্পটে পরিণত হয়েছে।

[৫] বগুড়া চাষি বাজারে সতীশ মৎস্য আড়তের ১৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়। এরপর পাশের আড়তের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়। এতে আবারও ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

[৬] চাষি বাজারের কয়েকজন আড়তদার বলেন, চাষি বাজারের প্রতিদিন ভোরে কয়েক হাজার ক্রেতা-বিক্রেতার ভিড় হয়। করোনাভাইরাস সংক্রমণ শুরুর পরও এখানে সামাজিক দূরত্ব মেনে কেনাবেচা করা সম্ভব হচ্ছিল না। এ কারণে বাজার বন্ধ রাখার অনুমতি চেয়ে আড়তদার ও ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু প্রশাসন বাজার বন্ধে ব্যবস্থা নেয়নি। খোলা জায়গায় বাজার সরিয়ে নিতেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

[৭] বিধায় জনসাধারনের অবাধ চলাফেরা, মাস্ক ব্যবহারে বাধ্য করা ও জনসমাগমের প্রতি প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ জানেিয়ছেন সচেতন নাগরিকগন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়