শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোমতী ব্রীজের উপর থেকে লাফ দেয়া যুবকের লাশ উদ্ধার

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] গতকাল সোমবার সকাল পৌনে ৯ টায় এ ঘটনা ঘটে। গতকাল থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরিদের একটি দল দিনভর অভিযান চালায়। মঙ্গলবার সকাল ১০ টায় গোমতীনদীর দূর্গাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

[৩] সূত্র জানায়, মারা যাওয়া যুবকটি চৌদ্দগ্রাম বদরপুর এলাকার মহসিন চৌধিরীর ছেলে। যুবকের নাম মাহিন চৌধুরী নাবিল (২০)। তারা ছোটরা এলাকার উকিল পাড়া এলাকায় বসবাস করতো।

[৪] স্থানীয়রা জানান, গতকাল সকাল ঈদুল ফিতরের নামাজ শেষে যুবক মাহিন গোমতীনদীর পালপাড়া ব্রীজের পশ্চিমপ্বার্শ থেকে নদীতে ঝাপ দেয়। ঝাপ দেয়ার আগে জায়নামাজ ও জুতোজোড়া ব্রীজের উপর রেখে যায়। ঝাপিয়ে পরে যুবকটি একবার পালপাড়া শ্বশানঘাটের কাছে ভেসে উঠে। পরে স্রোতের টানে আবার তলিয়ে যায়।

[৫] এদিকে ঘটনার পরে খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে অভিযান চালায়। পরে চাঁদপুর ডুবুরি দল এসে অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত যুবকের কোন হদিস পায় নি। আজ সকালে অভিযানে ঘটনাস্থল থেকে আড়াই কিঃমি দূরে দূর্গাপুর এলাকা থেকে মাহিনের লাশটি উদ্ধার করা হয়।

[৬] বিষয়টি নিয়ে কুমিল্লা,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.আলমগীর হোসেন জানান,উদ্ধার করা যুবকের লাশ ছত্রখীল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

[৭] ছত্রখীল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, বেলা ১১ টায় ফায়ার সার্ভিসের লোকজন মাহিনের লাশ আমাদের কাছে হস্তান্তর করে। খবরটি মাহিনের অভিভাবকদের কাছে পৌছানো হয়েছে। এদিকে ধারনা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত মাহিন আত্মহত্যার উদ্দেশ্য নদীতে ঝাপ দেয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়