শিরোনাম
◈ আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ ◈ ১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ◈ বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু ◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ (ভিডিও) ◈ ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোমতী ব্রীজের উপর থেকে লাফ দেয়া যুবকের লাশ উদ্ধার

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] গতকাল সোমবার সকাল পৌনে ৯ টায় এ ঘটনা ঘটে। গতকাল থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরিদের একটি দল দিনভর অভিযান চালায়। মঙ্গলবার সকাল ১০ টায় গোমতীনদীর দূর্গাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

[৩] সূত্র জানায়, মারা যাওয়া যুবকটি চৌদ্দগ্রাম বদরপুর এলাকার মহসিন চৌধিরীর ছেলে। যুবকের নাম মাহিন চৌধুরী নাবিল (২০)। তারা ছোটরা এলাকার উকিল পাড়া এলাকায় বসবাস করতো।

[৪] স্থানীয়রা জানান, গতকাল সকাল ঈদুল ফিতরের নামাজ শেষে যুবক মাহিন গোমতীনদীর পালপাড়া ব্রীজের পশ্চিমপ্বার্শ থেকে নদীতে ঝাপ দেয়। ঝাপ দেয়ার আগে জায়নামাজ ও জুতোজোড়া ব্রীজের উপর রেখে যায়। ঝাপিয়ে পরে যুবকটি একবার পালপাড়া শ্বশানঘাটের কাছে ভেসে উঠে। পরে স্রোতের টানে আবার তলিয়ে যায়।

[৫] এদিকে ঘটনার পরে খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে অভিযান চালায়। পরে চাঁদপুর ডুবুরি দল এসে অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত যুবকের কোন হদিস পায় নি। আজ সকালে অভিযানে ঘটনাস্থল থেকে আড়াই কিঃমি দূরে দূর্গাপুর এলাকা থেকে মাহিনের লাশটি উদ্ধার করা হয়।

[৬] বিষয়টি নিয়ে কুমিল্লা,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.আলমগীর হোসেন জানান,উদ্ধার করা যুবকের লাশ ছত্রখীল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

[৭] ছত্রখীল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, বেলা ১১ টায় ফায়ার সার্ভিসের লোকজন মাহিনের লাশ আমাদের কাছে হস্তান্তর করে। খবরটি মাহিনের অভিভাবকদের কাছে পৌছানো হয়েছে। এদিকে ধারনা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত মাহিন আত্মহত্যার উদ্দেশ্য নদীতে ঝাপ দেয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়