ইয়াসিন আরাফাত : [২] তাদের হাতে টাকা পয়সা নেই। সরকার থেকে যা সাহায্য মিলেছিল, তাও প্রায় শেষ হয়ে এসেছে। উপায় না দেখে ওদের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার হুমকি দিলেন ওই চিড়িয়াখানার মালিক দম্পতি। আজকাল
[৩] বোর্থ ওয়াইল্ড অ্যানিম্যাল কিংডম নামে একটি চিড়িয়াখানা চালান ট্রেসি ও ডিন টুইডি। তারা জানিয়েছেন, প্রতি সপ্তাহে চিড়িয়াখানার ৩,০০ জন্তুকে খাওয়াতে ৩,০০০ পাউন্ড লাগে, যদি তাদের অন্য কোথাও পাঠানো না যায়, তবে হয়ত সবাইকে মেরেই ফেলতে হবে। সম্প্রতি সরকারের থেকে ২৫ হাজার পাউন্ডের আর্থিক সাহায্য পেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই টাকাও প্রায় শেষ হতে চলল।
[৪] জানা যায়, ২০১৬ সালে যুক্তরাজ্যের ওই চিড়িয়াখানাটি কিনেছিলেন ট্রেসি ও ডিন টুইডি দম্পতি। কেনার পর থেকেই সেখানকার প্রানীদের জন্য খাবার জোগার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। বন্দুকধারী পাহারদার পাওয়া যাচ্ছিল না বলে এই বছরের শুরুতে চিড়িয়াখানাটি একবার বন্ধও করে দিয়েছিলেন তারা। যদিও পরের মাসেই আবার খোলা হয়।
[৫] প্রাণীগুলোর জন্য খাবার জোগার করতে না পেরে তাদের নতুন আশ্রয় খুঁজতে শুরু করেছেন ট্রেসি ও ডিন টুইডি।