বিশ্বজিৎ দত্ত: [২] ভিয়েতনাম নিউজের খবরে বলা হয়, কোভিড নিয়ন্ত্রণে ভিয়েতনামের সাফল্যের প্রেক্ষিতে বিদেশি বিনেিয়াগকারীরা ভিয়েতনামে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। ইতিমধ্যে জাপানি ও কোরিয়ান অনেক কোম্পানি ভিয়েতনামে কারখানা স্থাপনের লাইসেন্স নিয়েছে।
[৩] এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, স্যামসাং, ইনটেল, মাইক্রোসফট, অলিম্পাস, স্কেডিয়ার, জবিল ইত্যাদি।মোট ৯ ৮৪ টি বিদেশি কোম্পানি তাদেও শাখা স্থাপনের জন্য জমি নিয়েছে।
[৪] ভিয়েতনামের বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রী বলেন, আমরা বিশ্বের বড় কোম্পানিগুলোকে বিনিয়োগের জন্য আহ্বান করবো। বিশেষ করে তথ্য প্রযুক্তির ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন কোম্পানি। দেশে ব্যাংক ঋণের সুদের হার কমানো হয়েছে। কর মওকুফ করা হয়েছে। রেডিমেট কারখানা স্থাপন করা হয়েছে। কোন বিদেশি কোম্পানি শুধু চলে আসলেই হবে।