শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপনারা তো ভালো-মন্দ খান, এবার সাবেক ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে আসুন, সমর্থকদের উদ্দেশে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী

এল আর বাদল : [২] দেশজুড়ে লকডাউনের ফলে একদিকে যেমন খেলাধুলা বন্ধ, অন্যদিকে তেমনই সমস্যায় প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়াররা। সমস্যায় গ্রাউন্ড স্টাফরাও। আসলে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেরই দিন চলে কোনও অ্যাকাডেমি বা ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে। কিন্তু লকডাউনে সেসব বন্ধ। ফলে আর্থিক দিক থেকে সমস্যায় পড়েছেন তারা। এবার এদের পাশে এসে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

[৩] লকডাউনের জেরে ক্রিকেট বন্ধ হওয়ার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মাঠকর্মী, স্থানীয় স্তরের আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালরা। এদের রোজগার কোনওকালেই বিরাট কিছু ছিল না। এই দু’মাসের বেশি সময় কাজ বন্ধ থাকায় তারা আরও বিপাকে। অনেকেকেই চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে।

[৪] এদের সকলের পাশে এবার দাঁড়ালেন টিম ইন্ডিয়ার হেড কোচ। টুইটারে তিনি সমর্থকদের উদ্দেশে অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ার এবং মাঠকর্মীদের পাশে দাঁড়ান। এই কঠিন সময়ে আপনারা বাসা-বাড়িতে ভালো মন্দ খেতে পারেন। এবার একটু সাবেক ক্রিকেটারদের পাশে দাড়ান। তাদেও সাহায্য করুন। সামান্য সাহায্যে বহু মানুষ উপকৃত হবেন। মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় সাহায্যের জন্য আবেদন করেছেন শাস্ত্রী। এই সংস্থাটি মুম্বইয়ের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আর্থিকভাবে সাহায্য করছে। - ইন্ডিয়ান এক্সপ্রেস

[৫] উল্লেখ্য, এর আগে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়রা লকডাউনে সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর তহবিলে আর্থিক সাহায্যের পাশাপাশি সরাসরি সাধারণ মানুষের কাছেও ত্রাণ পৌঁছে দিয়েছেন সৌরভ-শচীনরা। শাস্ত্রী নিজেও প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করেছেন।

[৬] বারবার করোনা মোকাবিলায় সরকারকে সাহায্য করার আবেদনও জানিয়েছেন। লকডাউনের পক্ষে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে গলা ফাটিয়েছেন। এবার প্রাক্তন ক্রিকেটারদেরও সাধ্যমতো সাহায্যের আশ্বাস দিলেন। - সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়