নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানের শেষ দিনেও নগরীর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁগুলোর ইফতার বাজার ছিল জমজমাট। করোনার মধ্যে ঝুঁকি থাকলেও খুলে দেয়া এসব দোকানে মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধি।
[৩] রোববার (২৪ মে) সরেজমিনে শহরের বঙ্গবন্ধু সড়ক, ২ নং রেলগেটসহ বিভিন্ন অলগলি দোকানেও এমন দৃশ্য দেখা যায়।
[৪] সরেজমিনে দেখা যায়, প্রতিটি দোকানেই খোলা হাতে ইফতার তৈরি করে তা খুলেই বাইরে সাজিয়ে রাখা হচ্ছে। সেখানে বিক্রিতেও ব্যবহৃত হচ্ছে না বিক্রেতাদের কোনো মাস্ক বা গ্লাভস। ক্রেতাদের উপচেপড়া ভিড়ের মধ্যে একজন আরেকজনের মধ্যে সামাজিক দূরত্ব না থাকা যেন স্বাভাবিক হয়ে পড়েছেন।
[৫] শহরের সুগন্ধা প্লাসে ইফতার কিনতে আসা আফজাল আলী জানান, এখানে কোনো দূরত্ব নেই। তাদেরও কোনো স্বাস্থ্যবিধি তেমন দেখছি না তবে আজ বাড়িতে ইফতার তৈরি না হওয়ায় এখানে কিনতে এসেছি। ইফতারের দোকানে এত ভিড় হবে শেষ দিনেও এটা ভাবতে পারিনি।
[৬] এক বিক্রেতা জানান, মালিক চাপ দেয় দ্রুত ইফতার তৈরি করতে তাই স্বাস্থ্যবিধি তেমনভাবে মানা হয় না। তবে আমরা হাত ধোয়ার ওপরেই থাকি আর এসব তো আগুন দিয়েই তৈরি করি তাই দুশ্চিন্তার কিছু নেই। সম্পাদনা: জেরিন আহমেদ