শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুন্দেসলিগায় বায়ার্ন ও বরুশিয়ার জয়

স্পোর্টস ডেস্ক : [২] ডার ক্লাসিকোর আগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধানটা চারেই রাখতে পারল বায়ার্ন মিউনিখ। শনিবার মাঠে নেমেছিল বুন্দেসলিগার টেবিল টপার বায়ার্ন। যারা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-২ গোলে এক রকম উড়িয়ে দিয়েছে।

[৩] একই দিন অন্য ম্যাচে মাঠে নেমেছিল ডর্টমুন্ড। যারা ভলফসবার্গকে ২-০ গোলে হারিয়ে বায়ার্নের সঙ্গে ব্যবধান ১-এ নামিয়ে এনেছিল। পরে বায়ার্ন নিজ ম্যাচে জয় পেতেই দুই দলের পয়েন্টের ব্যবধান আগের মতো ৪-এ দাঁড়ায়।

[৪] মঙ্গলবারই ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে ‘ডার ক্লাসিকো’। মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল বায়ার্ন ও ডর্টমুন্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইয়ের আগে যে কোনো একটি দল পয়েন্ট হারালে অন্য দলটির জন্য সেটি হতো দারুণ আনন্দের।

[৫] এদিন বায়ার্নের হয়ে গোল করেন- লেয়ন গোরেটস্কা, টমাস মুলার, রবার্ট লেভানডফস্কি ও আলফুঁস ডেভিস। অন্য গোলটি বায়ার্ন পেয়েছে আত্মঘাতী থেকে।

[৬] আর ফ্রাঙ্কফুর্টের হয়ে জোড়া গোল করেছেন মার্টিন হিন্টেরেগার। ৪৬ মিনিটের মধ্যে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার পরও ১০ মিনিটের মধ্যে ব্যবধান ৩-২ করে ফেলেন তিনি। ৩ মিনিটের ব্যবধানে করেন গোল দুটি। শেষ পর্যন্ত অবশ্য দাপুটে জয়ই পেয়েছে টানা সাত বারের লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের। - গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়