শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে স্বামী-স্ত্রী ও ছাত্রলীগ নেতাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: [২] সিরাজগঞ্জে ডাক্তারসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তাড়াশে দুইজন ডাক্তার ও একজন স্বাস্থ্যকর্মী সহ ৩ জন, সিরাজগঞ্জ পৌর এলাকায় ২ জন ও বেলকুচি উপজেলায় ১জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪ জনে।

[৩] শনিবার (২৩ মে) রাতে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির, নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আক্রান্তদের মধ্যে তাড়াশে দুইজন ডাক্তার ও একজন স্বাস্থ্যকর্মী সহ ৩ জন। ডাক্তার দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এদের মধ্যে একজনের আগেই করোনা সনাক্ত হয়েছিল। নতুন করে আবারো তার নমুনা পাঠানো হলে আবারো রিপোর্ট পজেটিভ আসে।

[৪] এছাড়া সদরের ২ জনের মধ্যে একজন শহরের গোশালা এলাকার সাবেক ছাত্রলীগ নেতা ও দত্তবাড়ী মহল্লার একজন। সে সাভারর একটি সেলুনে কাজ করতো। সে ৫ দিন আগে সিরাজগঞ্জে আসার পর তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া বেলকুচিতে চান মিয়া নামে একজন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অসুস্থতার কারনে ১৭ মে তিনি বেলকুচিতে আসেন। পরে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তার রিপোর্ট পজেটিভ এসেছে।

[৫] বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই- জাহান জানান, করোনা রোগী সনাক্ত হওয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ী সহ আশেপাশের ৭ বাড়ী লকডাউন করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় সিরাজগঞ্জ সদর থানার ৫০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সম্পাদনা : জেরিন আহমদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়