মুসবা তিন্নি : [২] রাজশাহীর সাহেব বাজারের আরডি মার্কেটের দোকান খোলা নিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে দোকান ব্যবসায়ীদের উত্তেজনা চলছে। আজ সকাল ৯টা থেকে এই উত্তেজনা তৈরি হয়। দোকান ব্যবসায়ীদের দাবি আজকে রমজানের শেষ দিনে যে কোনো মূল্যে তারা দোকান খোলা রেখে ঈদের বেচা বিক্রি করবেন।
[৩] রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরডিএ মার্কেটের বাইরে অবস্থান করছেন। এবং ভেতরে অবস্থান করছেন ব্যবসায়ীরা। তবে পুলিশের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে ব্যবসায়ীদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে।
[৪] জানা গেছে, রাজশাহী জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের কাছে সাহেব বাজারের আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলার আবেদন করে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান বন্ধের আদেশ বহাল রাখা হয়। এসময় ব্যবসায়ীদের জানানো হয়, সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে।
[৬] বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, ব্যবসায়ীরা দোকান খোলার আদেন জানায় জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটের কাছে। কিন্তু তিনি অনুমতি দেননি। এসময় তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলেন। এবং ব্যবসায়ীরাও যেনো তাদের ব্যবসা করতে না পারেন সে বিষয়ে প্রশাসনও লক্ষ্য রাখছে।