শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল ঈদ, রাজশাহীতে ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যবসা করতে চান ব্যবসায়ীরা!

মুসবা তিন্নি : [২] রাজশাহীর সাহেব বাজারের আরডি মার্কেটের দোকান খোলা নিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে দোকান ব্যবসায়ীদের উত্তেজনা চলছে। আজ সকাল ৯টা থেকে এই উত্তেজনা তৈরি হয়। দোকান ব্যবসায়ীদের দাবি আজকে রমজানের শেষ দিনে যে কোনো মূল্যে তারা দোকান খোলা রেখে ঈদের বেচা বিক্রি করবেন।

[৩] রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরডিএ মার্কেটের বাইরে অবস্থান করছেন। এবং ভেতরে অবস্থান করছেন ব্যবসায়ীরা। তবে পুলিশের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে ব্যবসায়ীদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে।

[৪] জানা গেছে, রাজশাহী জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের কাছে সাহেব বাজারের আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলার আবেদন করে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান বন্ধের আদেশ বহাল রাখা হয়। এসময় ব্যবসায়ীদের জানানো হয়, সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে।

[৬] বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, ব্যবসায়ীরা দোকান খোলার আদেন জানায় জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটের কাছে। কিন্তু তিনি অনুমতি দেননি। এসময় তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলেন। এবং ব্যবসায়ীরাও যেনো তাদের ব্যবসা করতে না পারেন সে বিষয়ে প্রশাসনও লক্ষ্য রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়