শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল ঈদ, রাজশাহীতে ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যবসা করতে চান ব্যবসায়ীরা!

মুসবা তিন্নি : [২] রাজশাহীর সাহেব বাজারের আরডি মার্কেটের দোকান খোলা নিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে দোকান ব্যবসায়ীদের উত্তেজনা চলছে। আজ সকাল ৯টা থেকে এই উত্তেজনা তৈরি হয়। দোকান ব্যবসায়ীদের দাবি আজকে রমজানের শেষ দিনে যে কোনো মূল্যে তারা দোকান খোলা রেখে ঈদের বেচা বিক্রি করবেন।

[৩] রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরডিএ মার্কেটের বাইরে অবস্থান করছেন। এবং ভেতরে অবস্থান করছেন ব্যবসায়ীরা। তবে পুলিশের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে ব্যবসায়ীদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে।

[৪] জানা গেছে, রাজশাহী জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের কাছে সাহেব বাজারের আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলার আবেদন করে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান বন্ধের আদেশ বহাল রাখা হয়। এসময় ব্যবসায়ীদের জানানো হয়, সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে।

[৬] বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, ব্যবসায়ীরা দোকান খোলার আদেন জানায় জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটের কাছে। কিন্তু তিনি অনুমতি দেননি। এসময় তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলেন। এবং ব্যবসায়ীরাও যেনো তাদের ব্যবসা করতে না পারেন সে বিষয়ে প্রশাসনও লক্ষ্য রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়