শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদ এরশাদের দেহরক্ষীসহ ১০ জন করোনা আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : প্রায়ত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদের দেহরক্ষীসহ রংপুরে ১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গতকাল শনিবার রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদের দেহরক্ষীর নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। একই সঙ্গে অন্যান্য ৯ জনের রিপোর্টে তারা করোনা পজিটিভ শনাক্ত হন।

রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের পিসিআর ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে একজন সাদ এরশাদের দেহরক্ষী।’

লাইজু আরও জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ১৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে গাইবান্ধার চারজন, রংপুরের তিনজন, কুড়িগ্রামের দুইজন ও লালমনিরহাট জেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্ত অন্যান্যরা হলেন- গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ২৫ ও ৪৬ বছর বয়সী দুইজন, গোবিন্দগঞ্জ থেকে একজন (৪৮), সাদুল্লাপুরের একজন (২৫), লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স (২৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর একজন নারী (৪০), চিলমারীর এক পুরুষ (২৪), রংপুর পুলিশ লাইন্সের এক নারী এবং এক পুরুষ সদস্য।

উল্লেখ্য, রমেকের পিসিআর ল্যাবে গত ৫১ দিনে ২৮৫ জন এবং রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার চার ধাপের ফল (আইইডিসিআর'র তথ্য মতে ৮৭ জন) অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৩৭২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়