সমীরণ রায় : [২] আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আরও বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবার যে যেখানে আছেন, সেখানেই ঈদ করুন। অহেতুক বাইরে ভিড় করে বিপদ ডেকে আনবেন না।
[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। যেকোন দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবেলার প্রস্তুতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আছে।
[৪] বৃহস্পতিবার বিকালে দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
[৫] রাজধানীর মিরপুর ৬ নম্বর ও কালসী এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দাদের মধ্যে যেসব রিকশা ও ভ্যান চালকসহ দরিদ্র মানুষ মিরপুর-৬ নম্বর কালসি এলাকায় আছেন তাদের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় দুইশ’ প্যাকেট ত্রাণ দেয়া হয়।