দেবদুলাল মুন্না : [২] গত মঙ্গলবার সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এ তথ্য জানায়। রয়টার্স
[৩] আগামী ছয় মাসের জন্য স্বাস্থ্যসেবা সিস্টেমটি বিনামূল্যে ব্যবহার করতে দিতে চায় মাইক্রোসফট। এতে করোনারোগীরা বাসায় বসেই হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনে চিকিৎসা নিতে পারবেন।
[৪] মাইক্রোসফট মূলত সাধারণ প্রোডাক্টিভিটি সফটওয়্যার যেমন আউটলুক এবং চ্যাট অ্যাপ টিমসের জন্য বেশি সুপরিচিত। তবে এটি ব্যবসায়ের জন্য বিশেষায়িত সফটওয়্যারও তৈরি করেছে। এগুলোর মধ্যে গ্রাহকসেবা এজেন্ট এবং চ্যাটবট তৈরির জন্য ডেভেলাপরদের ব্যবহারে কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন টুলস রয়েছে।
[৫] মাইক্রোসফট জানিয়েছে, মাইক্রোসফট ক্লাউড ফর হেলথকেয়ার নামের এই প্যাকেজটিতে সকল প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব