শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ২২ মে, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চমেক করোনা ব্লক ও হলিক্রিসেন্ট হাসপাতালের যাত্রা শুরু

রাজু চৌধুরী : [২] করোনা রোগীর চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুতকৃত করোনা ব্লক ও হলিক্রিসেন্ট হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। চমেকের করোনা ব্লকটিতে ১০০ শয্যা এবং হলিক্রিসেন্ট হাসপাতালে ৮০ শয্যা নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভেন্টিলেশন সুবিধাসহ ১০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড স্থাপন করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল প্রশাসন।

[৩] ২১ মে বৃহস্পতিবার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্লকটি উদ্বোধন করেন। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ প্রাপ্ত ৩০ জন চিকিৎসক ও ১৬৬ জন জন নার্স করোনা ব্লকে দায়িত্ব পালন করবে। হলিক্রিসেন্ট হাসপাতালেও শয্যা, অক্সিজেন লাইন প্রস্তুত সম্পন্ন হয়েছে।

[৪] বৃহস্পতিবার দুপুরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনা বিশেষায়িত হলিক্রিসেন্ট হাসপাতালটিও উদ্বোধন করেছেন। এসময় তিনি ঘুরে ঘুরে হাসপাতালের চুড়ান্ত প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

[৫] মেয়র বলেন, চমেকে স্বতন্ত্র করোনা ব্লক ও হলিক্রিসেন্ট হাসপাতাল চালু হওয়ার মাধ্যমে চিকিৎসা সেবার গতি একধাপ এগিয়ে গেল। চট্টগ্রামে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ বর্তমানে চরম আকার ধারণ করেছে। এতে করে চিকিৎসা সেবার চাহিদা দ্রুত বেড়ে যাচ্ছে। বর্তমানে চট্টগ্রামে করোনা চিকিৎসা সেবা কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো পাঁচটিতে। তিনি জনগণকে শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য্যশীলতার সাথে দুর্যোগ মোকাবেলার আহবান জানান।

[৬] উদ্বোধনের সময় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা: শেখ ফজলে রাব্বি, চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর , চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার নাথ, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা:মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা: ফয়সল ইকবাল চৌধুরী, প্রাইভেট ক্লিনিক এসোসিয়েশন সাধারণ সম্পাদক ডা: লিয়াকত আলী খান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়