শিরোনাম
◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের বিশ্বাস করতে হবে, করোনা একটি রাজনৈতিক ভাইরাস, যার কর্মক্ষেত্র কিছু টার্গেটেড ভূমিতে

 

গোলাম সারোয়ার

করোনা থাকতে পারে এ রকম ১, ৯৩, ৬৪৫ জন মানুষকে পরীক্ষা করে বাংলাদেশে এ পর্যন্ত রোগীর পাওয়া গেছে ২৫ হাজার ১২১ জন। তার ভেতরে এ পর্যন্ত মারা গেছেন ৩৭০ জন, আর সুস্থ হয়েছেন ৪, ৯৯৩ জন। মানুষকে ভয় লাগানো বন্ধ করা গেলে ওই মৃত্যুর হার অর্ধেকে কমে আসবে। বাংলাদেশের স্বাভাবিক মৃত্যুর হার মতে, গত পাঁচ মাসে করোনা ছাড়াও মানুষ মারা যাওয়ার কথা ১৫, ১৮৫ জন। সে হিসেবে করোনাভাইরাস পৃথিবীতে আসার পর থেকে আমাদের মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। কিন্তু একজন মানুষের অকাল মৃত্যুও কষ্টের, সে জন্যে মানুষকে সচেতন এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। অতিরিক্ত ভয় দেখালে বহু সুস্থ মানুষও হার্টএ্যটাকে মারা যাবেন। আমাদের বিশ্বাস করতে হবে, করোনাভাইরাস একটি রাজনৈতিক ভাইরাস, যার কর্মক্ষেত্র কিছু রাজনৈতিকভাবে টার্গেটেড ভূমিতে। যেমন এই ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মানুষ মারা গেছেন ৯১, ৯৮১ জন, যুক্তরাজ্যে ৩৪,৭৯৬ জন, স্পেনে ২৭,৭০৯ জন, ইতালিতে ৩২,০০৭ জন এবং ফ্রান্সে ২৮,২৩৯ জন। অথচ এই ভাইরাসের জন্মভূমি চীনের সীমান্তের কাছাকাছি দেশ ভিয়েতনামে করোনায় এখন পর্যন্ত কোনো মৃত্যু নেই। মালয়েশিয়ায় মৃতের সংখ্যা মাত্র ১১১ জন, সিঙ্গাপুরে ২১ জন, থাইল্যান্ডে ৫৬ এবং দুর্বল সামাজিক সামর্থের দেশ মিয়ানমারে মারা গেছেন মাত্র ৬ জন। তাই অহেতুক ভয় পেলে চলবে না। মানুষ আত্মবিশ্বাসী থাকলে মৃত্যু হার আরো কমবে। বাংলাদেশে করোনার নামে যেসব রোগী মারা যাচ্ছেন তাদের বেশিরভাগ মারা যাচ্ছেন ভয়ে, যার দায় আমাদের আতঙ্ক ছড়ানো প্রবণ মিডিয়ার। করোনার রোগী মানে কোনো অপরাধী নয়; তার সাথে, তার পরিবারের সাথে অমানবিক অচরণ করা বন্ধ করুন। মানুষকে স্বাভাবিকভাবে থাকতে দিন। অহেতুক আতঙ্ক ছড়ালে, সামাজিকভাবে অপদস্ত করলে ভালো মানুষও ভেঙে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়