শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘূর্ণিঝড় আম্ফান : সার্বক্ষণিক মনিটরিংয়ে এমপি শেখ তন্ময়

ডেস্ক রিপোর্ট : [২] বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। যদি দিক না বদলায় তাহলে বুধবার রাতে তা খুলনা-বাগেরহাট উপকূলে আছড়ে পড়বে। এই ঝড় সামলাতে বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়ের নেতৃত্বে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৩] বাগেরহাট সদরে ৫৬টি মাধ্যমিক স্কুল ও সাইক্লোন সেন্টার এবং ১৩৩টি প্রাথমিক স্কুল কাম সাইক্লেন সেন্টার একেবারে প্রস্তুত অবস্থায় রয়েছে।

[৪] কচুয়ায় ৭৪টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহার হবে। ৮০০ জন স্বেচ্ছাসেবী দুযোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন। প্রতিটি ওয়ার্ডে চালুি করা হয়েছে জরুরি হটলাইন নম্বর।

[৫] শেখ তন্ময় জানান, স্বেচ্ছাসেবী বাহিনীর জন্য তৈরি করা হয়েছে একটি শৃঙ্খলিত কার্যপ্রণালী। প্রত্যেক সহায়তা প্রার্থীকে ডাটাবেজ অনুসরণ করে খাদ্য, চিকিৎসা, সৎকার ও কর্ম সংক্রান্ত সহায়তা করা হবে। এজন্য চিকিৎসক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে দলও গঠন করা হয়েছে।

[৬] সংসদ সদস্য শেখ তন্ময় নিজেই সার্বক্ষুণিক স্থানীয় প্রশাসন দলীয় নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকসহ সবার সাথে যোগাযোগ রাখছেন এবং মনিটরিং করছেন।

[৭] ঘূর্ণিঝড় আম্ফানের পাশাপাশি শেখ তন্ময়ের উদ্যোগে মহামারী করোনা মোকাবেলায় শুরু থেকেই হটলাইনে রোগীদের সেবা, ত্রাণ বিতরণ, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত কার্যক্রম চলমান রয়েছে। বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়