কূটনৈতিক প্রতিবেদক : [২] বৈধভাবে তিন মাসের পর্যটক ভিসা নিয়ে লকডাউনে আটকা পড়ে তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে যায়।
[৩] বর্তমানে তারা ধুবড়ি জেলা কারাগারে রয়েছেন।
[৪] আটক সবাই কুড়িগ্রামের চিলামারি থানার রমনা ব্যাপারি পাড়া গ্রামের বাসিন্দা।
[৫] দেশটির মানবাধিকার সুরক্ষা মঞ্চ
অবিলম্বে এই ২৬ বাংলাদেশির বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা খারিজ করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে।
[৬] ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক বিভাগের ডিরেক্টর, ধুবড়ির ডিসি, এসপি এবং বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছে সংস্থাটি।
[৭] সংস্থাটির সম্পাদক মিষ্টার কিরীটি রায় বলেছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে ২৬ জন বাংলাদেশিকে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
[৮] করোনা মহামারির জন্য লকডাউন চালু থাকায় তারা ইচ্ছে সত্ত্বেও কোনও যানবাহন পাননি।
[৯] এদের ভারতে থেকে যাওয়ার কোন অসৎ উদ্দেশ্য ছিল না। বরং পরিস্থিতির শিকার হয়েছেন।
[১০] অভিযুক্ত ২৬ জন বাংলাদেশির বিষয়টি সহানুভতির সঙ্গে বিবেচনা করে ফৌজদারি মামলা প্রত্যাহার করে স্বদেশে ফেরত পাঠানো হোক।