শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী হতে যাচ্ছে করোনাকাল শেষে?

কাজী আহমেদ পারভেজ : কী হতে যাচ্ছে করোনাকাল শেষে, তা নিয়ে দুইটা সম্ভবনার কথা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভালোই শোনা যাচ্ছে : [১] উইল লকডাউন লিড টু এ বেবীবুম? [২] উইল লকডাউন লিড টু এ ডিভোর্স সার্জ? এস্তার পেরেলকে একটা ইন্টারভিউতে বলতে শুনলাম, ‘ভ্যারিং ডিগ্রিতে দুইটাই ঘটতে যাচ্ছে...’ আসুন জেনে নিই কোনটা কেন ঘটবে?
প্রথমটা প্রধানত ঘটবে তাদের জন্য, যারা ব্যস্ততার জন্য বা অন্য কোনো কারণে নিজেদের দেবার জন্য যথেষ্ট সময় পেতেন না। তারা এখন নিজেদের ডিসকভার ও রিডিসকভার করার জন্য প্রচুর সময় পাবেন।

 

এই সময় ইউটিলাইজ করতে গিয়ে তাদের ইন্টিমেসি বাড়বে। ইন্টিমেসি বাড়ার বাই প্রোডাক্ট হিসাবে একটা বেবীবুম হতেও পারে। তবে তার পাশাপাশি, আরেকটা ব্যাপারও এটাকে তরান্বিত করবে। তা হলো এখনকার কোনঠাসা অবস্থাটা তাদের বুঝিয়ে দেবে, নিজের বাঁচাটাই সব না। প্রোডাক্টিভিটির মাধ্যমেও আরেক ধরনের বেঁচে থাকা আছে। এটা এখন পর্যন্ত ঘটা যেকোনো বড় ডিজাস্টারের পরেই সার্ভাইভারদের মধ্যে প্রায়ই দেখা গেছে। এছাড়াও আরো অনেকগুলা কারন আছে। স্ট্যাটাসটা বেশি বড় না করতে সেগুলা আর বললাম না। দ্বিতীয়টা ঘটবে প্রধানত তাদের জন্য, যারা আগের থেকেই জানে তারা নিজেরা খুব একটা কম্প্যাটেবল না, তারপরেও অভ্যাসবসত সম্পর্কটা টেনে যাচ্ছিলো। এদের সংখ্যাটা খুব একটা বোঝা না গেলেও প্রচুর।

 

তাদের অনেকেরই এই কোণ্ঠাসা অবস্থার কারনে একটা নতুন রিয়ালাইজেশন আসবে, যে জীবন শুধু টেনে নেয়ার জিনিস না। উপভোগ করার জিনিস। এদের অনেকেই কোণ্ঠাসা অবস্থা থেকে বেরুনোর পরেই দেখতে চাইবে, কিভাবে সেই উপভোগের জায়গাটা খুঁজে পাওয়া যায়। আর এজন্যই অভ্যাসবসত টেনে যাওয়া সম্পর্কটা থেকে বেরুনো হতে পারে অনেকের জন্যই প্রথম পদক্ষেপ। দেখা যাক, শেষ পর্যন্ত কি দাঁড়ায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়