যশোর প্রতিনিধি: [২] র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একটি তাজা গাঁজার গাছ এবং বেশ কিছু পরিমান গাঁজাসহ জিয়াউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে। তিনি সদর উপজেলার গাইদগাছি গ্রামের শেখ আব্দুর রাজ্জাকের ছেলে।
[৩] র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার গোপন সূত্রে সংবাদ পেয়ে গাইদগাছি গ্রামের জিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি গাঁজার গাছ জব্দ করা হয়। এছাড়া বাড়ি থেকে ৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ