আহসান হাবিব : পৃথিবীর প্রতিটি অঞ্চলের রাজনৈতিক বৈশিষ্ট্য আলাদা। অঞ্চল যদি একটা ডিএনএ হয়, তাহলে এর ভেতরে যে জিন যার মধ্যে রূপ নির্দিষ্ট করা আছে, তা যেকোনো ঘটনার মধ্য দিয়ে ওই বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কখনো কখনো মিউটেশন বা লড়াই বা বিপ্লবের মাধ্যমে এটির কিছুটা পরিবর্তন হয়।
লড়াই বা বিপ্লব যে বিষয়কে কেন্দ্র করে, পরিবর্তন সেটিকে সূচিত করবে। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক জিনের বৈশিষ্ট্য কী? সাম্প্রদায়িকতা। যেকোনো ঘটনায় এটি প্রকাশ পাবেই। এর মধ্যে মিউটেশন ঘটেছে, বাংলাদেশের স্বাধীনতা এসেছে, এটি সত্য হয়ে আছে, কিন্তু সাম্প্রদায়িকতা যায়নি।
এই বিষফোড়া কতো বিলিয়ন বছর পর মিউটেশনের মাধ্যমে বিলুপ্ত হবে কেউ জানে না। এজন্য অসাম্প্রদায়িক মানুষ এই উপমহাদেশে খুঁজে পাবেন না। কালেভদ্রে দু’একজন পেলে পেতেও পারেন যা আগামী অনাগতকালের মিউটেশনের ইঙ্গিতবাহী। ফেসবুক থেকে