রাশিদ রিয়াজ : [২] শিরিন জাহাঙ্গীরের বয়স যখন পাঁচ তখন সে ধীরে ধীরে দৃষ্টি শক্তি হারাতে থাকেন। ৯ বছরের মাথায় তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান। নতুন এক দৃষ্টি শক্তি খুঁজে পান শিরিন। এবং তা হচ্ছে সঙ্গীত। দি সান
[৩] ব্রিটেনে গট ট্যালেন্ট স্টার অনুষ্ঠানে ১৪ বছরের এ বালিকা যখন স্টেজে উঠে এলেন তখন তার সুরের মূর্ছণায় ও পিয়ানোর বাজনায় দর্শকরা কেঁপে উঠছিলেন। তাদের চোখ দিয়ে তখন অশ্রু নামছে অঝোর ধারায়।
[৪] গান শুরু করার আগেই শিরিন কিভাবে অন্ধ হয়ে যান যেমন বলেন তেমনি সিমন কাওয়েল ও অন্যান্য বিচারকদের তিনি আশ্বস্ত করেন এই বলে, ‘ মিউজিক ইস মাই ভিশন’। এও বলেন, আমার ধারণ এটা কিছুটা অবশ্যই সুন্দর যে আমি দেখতে পারি না বলে। একটা সময় ছিল যখন আমি দেখতা, এখন পারিনা।
[৫] সিমন শিরিনের গান অভিভূত হয়ে শোনেন। শিরিন এও বলেন, সঙ্গীতকে আমি ভালবাসি, এটা আমার জিনিস।