শিরোনাম

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে বিক্রির নির্দেশনা চেয়ে রিট

এস এম নূর মোহাম্মদ: [২] শনিবার ল' অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মো.হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, টিসিবির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কে রিটে বিবাদী করা হয়েছে।

[৩] বিচারপতি ওবায়দুল হাসানের কোর্টে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এ বিষয়ে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন পল্লব। জবাব না পেয়ে রিট করেন তিনি।

[৪] রিটে বলা হয়, টিসিবির মাধ্যমে কম দামে চালসহ অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়। সেটা বর্তমানে শুধুমাত্র সিটি কর্পোরেশন এবং কিছু পৌরসভা এলাকার মধ্যে সীমাবদ্ধ। যার কারণে সারাদেশের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারছে না।

[৫] এতে আরো বলা হয়, করোনার কারনে দীর্ঘদিন যাবৎ সরকারি ছুটি এবং সারাদেশে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বিশেষ করে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আছেন তারা ব্যাপক আর্থিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়