শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘সিসি ফুটেজে বেরিয়ে আসবে ৮০ লাখ টাকা খোয়া যাওয়ার রহস্য’

ডেস্ক রিপোর্ট : [২] শুক্রবার (১৫ মে) দুপুরে এ বিষয়ে কথা হয় লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘প্রযুক্তিগত সহায়তা, প্রত্যক্ষদর্শী ও নিজস্ব সোর্সের সহযোগিতা নেওয়া হচ্ছে তদন্তে। ব্যাংকের সামনের ও আশপাশের সেদিনের একাধিক সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। যে ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই এ রহস্য বের হয়ে আসবে।’ মুনতাসিরুল ইসলাম বলেন, ‘আমরা সেভাবেই তদন্ত করছি। অপরাধীকে দ্রুত শনাক্ত করা যাবে।’

[৩]কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তবে ফুটেজ ধরেই পুলিশ কাজ করছে। গাড়ির দায়িত্বে থাকা সবাই সন্দেহের তালিকায় রয়েছে। একটু অপেক্ষা করুন। সব প্রকাশ্যে চলে আসবে।’ এদিকে, ঘটনার পর থেকে পুলিশের গোয়েন্দারাও টাকার রহস্য বের করতে ছায়া তদন্ত শুরু করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘অতীতে এ রকম ঘটনা ঘটেছে। পরে তদন্তে দেখা গেছে, ব্যাংকের লোকজনই এ ঘটনার সঙ্গে জড়িত। এক্ষেত্রেও তেমনটি হবে বলে আশা করছি। কেননা প্রাথমিকভাবে আমরা তেমন কিছু পেয়েছি।’

[৪]প্রসঙ্গত, পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকাসহ একটি বস্তা খোয়া যায় রোববার। এ অভিযোগে ব্যাংকের দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা করেন।

উৎসঃ risingbd

  • সর্বশেষ
  • জনপ্রিয়