শিরোনাম
◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ (ভিডিও) ◈ ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পেঁয়াজের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘সিসি ফুটেজে বেরিয়ে আসবে ৮০ লাখ টাকা খোয়া যাওয়ার রহস্য’

ডেস্ক রিপোর্ট : [২] শুক্রবার (১৫ মে) দুপুরে এ বিষয়ে কথা হয় লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘প্রযুক্তিগত সহায়তা, প্রত্যক্ষদর্শী ও নিজস্ব সোর্সের সহযোগিতা নেওয়া হচ্ছে তদন্তে। ব্যাংকের সামনের ও আশপাশের সেদিনের একাধিক সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। যে ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই এ রহস্য বের হয়ে আসবে।’ মুনতাসিরুল ইসলাম বলেন, ‘আমরা সেভাবেই তদন্ত করছি। অপরাধীকে দ্রুত শনাক্ত করা যাবে।’

[৩]কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তবে ফুটেজ ধরেই পুলিশ কাজ করছে। গাড়ির দায়িত্বে থাকা সবাই সন্দেহের তালিকায় রয়েছে। একটু অপেক্ষা করুন। সব প্রকাশ্যে চলে আসবে।’ এদিকে, ঘটনার পর থেকে পুলিশের গোয়েন্দারাও টাকার রহস্য বের করতে ছায়া তদন্ত শুরু করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘অতীতে এ রকম ঘটনা ঘটেছে। পরে তদন্তে দেখা গেছে, ব্যাংকের লোকজনই এ ঘটনার সঙ্গে জড়িত। এক্ষেত্রেও তেমনটি হবে বলে আশা করছি। কেননা প্রাথমিকভাবে আমরা তেমন কিছু পেয়েছি।’

[৪]প্রসঙ্গত, পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকাসহ একটি বস্তা খোয়া যায় রোববার। এ অভিযোগে ব্যাংকের দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা করেন।

উৎসঃ risingbd

  • সর্বশেষ
  • জনপ্রিয়