শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপীয় প্রথম করোনামুক্ত দেশ স্লোভেনিয়া

আপেল মাহমুদ: [২] করোনা ভাইরাস নিঃসন্দেহে এ শতাব্দীর সবচেয়ে বড় দুর্যোগের নাম। কোনো ধরনের যুদ্ধ নয়, নয় কোনো সামরিক বা পারমাণবিক অভিযান, অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক জীবের কাছে গোটা পৃথিবী অসহায়। এরই মধ্যে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ৪৫ লাখ ২৫ হাজার।

[৩] করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার উদ্বেগের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে অন্য ছবিও আছে। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া তাদের মধ্যে অন্যতম। দেশটির সরকার জানিয়েছে, তাদের দেশ এখন করোনামুক্ত। প্রথম ইউরোপীয় দেশ হিসাবে স্লোভেনিয়া সরকার করোনাভাইরাস মহামারির অবসান ঘটিয়েছে বলে জানান দেশটির সরকার।

[৪] দেশটির প্রধানমন্ত্রী জেনেজ জানসা বৃহস্পতিবার সংসদে বলেন, স্লোভেনিয়া গত দুই মাস ধরে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছে। আজ মহামারি মোকাবেলায় স্লোভেনিয়া ইউরোপের সেরা। আমরা এখন গর্ব করে বলতে পারি স্লোভেনিয়ায় কোন করোনাভাইরাস নেই।

[৫] দেশটির কর্মকর্তারা গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন সাতটির কম করোনভাইরাস সংক্রমণ নিশ্চিত করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ সমস্ত সূচকগুলো বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে স্লোভেনিয়ায় ভাইরাসটির বিস্তার বন্ধ হয়েছে। গত ১৪ দিনে দেশটিতে মাত্র ৩৫টি নতুন সংক্রমণের রেকর্ড সনাক্ত করা হয়েছে।

[৬] ২০ লাখ জনসংখ্যার দেশ স্লোভেনিয়া প্রথম করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত হয় মার্চ মাসের ৪ তারিখে। ১৫ মে পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ১ হাজার ৫০০। এদের মধ্যে মৃত্যু বরণ করেছে ১০৩ জন। সূত্র: কালের কন্ঠ, জুমবাংলা, বিজয়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়