শিরোনাম
◈ বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ ◈ বেনাপোল বন্দরে ১ দিনে ১৪৪৩ যাত্রী পারাপার, ৪৮৩ ট্রাক বাণিজ্য ◈ ভোটার উপস্থিতিই কি নির্বাচনকে গ্রহণযোগ্য বানায়? ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ  ◈ গায়ানার জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত ◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাবেক ক্রিকেটার সজিব দাস করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক : [২] গতকাল করোনা পজিটিভ এসেছে সাবেক ক্রিকেটার সজিব দাসের। এক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগের দল ওয়ারি ক্লাব ও ভিক্টোরিয়া ক্লাবের অধিনায়কত্ব করেছেন সজিব। ২০০৭ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি।

[৩] সপ্তাহখানেক আগে সপরিবারে তিনি ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। কাল সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ এসেছে তার মায়েরও। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মায়ের সঙ্গে তিনি শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন। চিকিৎসা চলছে বাড়িতেই।

[৪] তবে নিজের চেয়ে সজীব বেশি চিন্তিত হয়ে পড়েছেন পরিবারকে নিয়ে। সজিব বলেন, আমি সুস্থ আছি, তবে পরিবার নিয়ে চিন্তিত। আইসোলেশনটা বেশি ভাবাচ্ছে। গ্রামের বাড়ি তো, আমি আর মা একটা রুমে আছি। আরেকটা ঘরে বাকি ১১জন থাকছে। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে। প্রথম আলো

[৫] সজিবের বাড়ি মাদারীপুরে। আইসোলেশন নিশ্চিত করতে তিনি পরিবারের বাকি সদস্যদের মাদারীপুরে পাঠাতে আগ্রহী। সে জন্য দুই জেলার প্রশাসনের অনুমতির প্রয়োজন। সেটা নিয়েও আলোচনা করছেন।

[৬] সজিবের সঙ্গে যোগাযোগ রাখছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, মাদারীপুর কোয়াবের সাধারণ সম্পাদক আমির বাবুর মাধ্যমে তাকে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করছি। সে আইসোলেশনের ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। আমরা দ্রুত এটার ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়