সমীরণ রায় : [২] এনামুল হক শামীমের রত্মগর্ভা মা বেগম আশ্রাফুন্নেসার ২য় মৃত্যুবার্ষিকী শুক্রবার। তিনি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাশেম মিয়ার স্ত্রী। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুরের চরভাগা ও ডিঙ্গামানিক ইউনিয়নে আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন থেকে প্রায় ১০০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।
[৩] এই উপলক্ষ্যে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। এছাড়া আসন্ন মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নড়িয়া-জাজিরায় প্রায় ১২০০ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্তত ২০ জন পুরোহিতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম,এমপি।
[৪] উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।