শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে মানা হচ্ছে না সামাজিক দুরত্ব

ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] দিন দিন বাড়ছে ঠাকুরগাঁওয়ের শপিংমল ও বিপনী বিতানগুলো লোকের সংখ্যা। কোন নিয়মেই মানছে না ক্রেতা ও ব্যবসায়ীরা। জেলা শহরের সবগুলো শপিংমলেই একই চিত্র। মাস্ক পরিধান কিংবা সামাজিক দুরত্ব বজায় না রেখে করছেন কেনা কাটা। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের একজন শপিং করতে পারবে। এছাড়া শিশুদের নিয়ে আসা যাবে না মার্কেটে। এমন দির্দেশনা থাকলেও শুধু কাগজে কলমে বাস্তবে সবাই আসছে পরিবার পরিজন নিয়েই । ফলে স্বাস্থ্য ঝুকি বাড়ছে।

[৩] এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা এমনিতেই ঝুকির মওেধ্য আছি। তার পরেও এতো অসচেতন হলে সমস্যা ও স্বাস্থ্য ঝুকি বাড়বে। বাড়বে রোগী ও আক্রান্তের সংখ্যাও। এতে সকলেই বিপদে পড়বো আমরা। তাই তিনি সামাজিক দুরত্ব বজায় কেনা কাটা করার পরামর্শ দেন।

[৪] এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান জানান, বিষয়টি নিবিড়ভােিরব পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের কয়েকটি দল কাজ করছে। ব্যবসাযীরা না মামলে তাদের জরিমানা করাও হচ্ছে। এর পরেও না মানলে স্থানীয়ভাবে দোকানপাট বন্ধ করে আবারো জোরালো লগডাউন দেওয়া হবে বলেও হুসিয়ারি দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়