শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এপ্রিলে ৯১.৮ শতাংশ ফ্লাইট ধস রাশিয়ার

মুসা আহমেদ: [২] করোনা মহামারির কারণে রাশিয়ায় বিমান বাণিজ্যে বড় ধস। এপ্রিলে যাত্রীবাহী বিমান চলাচল কমেছে ৯১.৮ শতাংশ। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশটির বিমান মন্ত্রণালয়ের কর্মকর্তা রোসাভিয়াতসিয়া। রয়টার্স

[৩] দেশটির বিমান মন্ত্রণালয় জানায়, করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে তখন লকডাউন চলছিলো। যেকারণে মানুষ খুব প্রয়োজন ছাড়া ভ্রমণ করেনি। এপ্রিলে বিমান টিকেটের চাহিদা ব্যাপক পরিমাণ কমে যায়।

[৪] রোসাভিয়াতসিয়া জানান, এপ্রিলে ৭ লাখ ৭১ হাজার ২০০ জন মানুষ বিমানে যাতায়াত করেছে। যা গেলো বছরের প্রথম চারমাসের তুলনায় ২৯.৫ শতাংশ কম। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যাত্রী ছিলো ২৪.১ মিলিয়ন।

[৫] দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটি আক্রান্তের দিক দিয়ে যুক্তরাজ্য ও স্পেনকে ছাড়িয়েছে। মঙ্গলবার সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে আসে। যদিও একদিন আগে তৃতীয় অবস্থানে ছিল দেশটি।

[৬] রাশিয়ায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টার ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ হাজার ৫১২ জন। হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ২ লা ৫১ হাজার জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়